সন্দীপ নাহার নামে এক বলিউড অভিনেতা আত্মহত্যা করেছেন। মুম্বাইয়ের গোরেগাঁও এলাকায় নিজের বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। প্রয়াত সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে অভিনয় করেছিলেন তিনি।
এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে দীর্ঘ বার্তা দিয়েছিলেন তিনি। সেখানে সন্দীপ বলেছেন, আত্মহত্যা করতে যাচ্ছেন। তার এই কৃতকর্মের জন্য পরিবারের কেউ দায়ী নন। তিনি ব্যক্তিগত ও পেশাগত জীবনে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন।
ঘটনার কয়েক ঘণ্টা আগে সন্দীপের ফেসবুক প্রোফাইল থেকে একটি লাইভ করা হয়। সেখানে পেশাগত ও পারিবারিক জটিলতার কথা বলা হয়েছে।