বিনোদন ডেস্ক 
 

শ্রাবন্তী জানালেন তাঁর ‘ক্রাশ’–এর কথা।

২৫ ফেব্রুয়ারি ছিল বলিউড তারকা শহীদ কাপুরের জন্মদিন। সেদিন টুইটারে শহীদ কাপুরের একটা ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন শহীদ কাপুর। তুমি আমার চিরকালের “ক্রাশ”। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা।’



‘অফিশিয়ালি’ বিচ্ছেদ না হলেও ২০২০ সালের মাঝামাঝি মহামারির ভেতরেই আলাদা হয়েছেন শ্রাবন্তী আর কেবিন ক্রু সুপারভাইজার রোশান সিং। রোশানের সঙ্গে যে ছবি ও পোস্টগুলো ছিল, ফেসবুক, ইনস্টাগ্রাম—সব জায়গা থেকে সেগুলো ডিলিট করে ফেলেছেন শ্রাবন্তী।

তৃতীয় বিয়েও ভাঙনের পথে। কাগজে–কলমে স্বামী রোশান সিংয়ের সঙ্গে কোনো যোগাযোগ বা সম্পর্ক নেই তাঁর। এই নিয়ে তাঁর সমালোচনা কম হয়নি। তাই নানা নেতিবাচক মন্তব্যের শিকার হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যের দরজায় তালা দিয়ে রেখেছেন।