প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুজিববর্ষে গৃহহীণদের জন্য গৃহনির্মাণ প্রকল্পে অতিরিক্ত ৫০ হাজার ঘর করে দেয়ার জন্য তিনি আরো ১ হাজার কোটি টাকা ছাড় করিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আজকে এই মুজিববর্ষ উপলক্ষ্যে আরো অতিরিক্ত ৫০ হাজার ঘর নির্মাণ করার জন্য ১ হাজার কোটি টাকা ছাড় করেছি। আমরা আরো এক লাখ ঘর তৈরী করে দিচ্ছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) নবনির্বাচিত মেয়র ও কউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রমতে, ৮ লাখ পরিবারকে বাসস্থান নির্মাণ করে দেয়ার লক্ষ্যের আওতায়; ইতোমধ্যে ৭০ হাজার পরিবারকে ঘর-বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। আজ আরো এক লাখ পরিবারকে জমিসহ ঘর করে দেওয়ার জন্য এক হাজার কোটি টাকা ছাড় করা হলো।

তাঁর এই পদক্ষেপ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, 'দেশে একটা মানুষও যাতে গৃহহীন না থাকে, সেজন্য আমরা একটি জরিপ করে দেখেছি।'