ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে মিরপুরে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। টসে হেরে ফিল্ডিং করতে নেমেছে মুমিনুল হকের দল। আজ ১১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকালে টসে জিতে সফরকারী অধিনায়ক ক্রেইগ ব্রাফেট ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন।

সকাল সাড়ে ৯টায় মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি। এতে সর্বশেষ পাওয়া সংবাদ অনুযায়ী, ৫ ওভার শেষে বিনা উইকেটে ১৪ রান তুলেছে সফরকারীরা।

সিরিজে ১-০ তে পিছিয়ে থাকা বাংলাদেশ আজ খেলতে নেমেছে তিন পরিবর্তন নিয়ে। সাকিব আল হাসান, সাদমান ইসলাম আর মোস্তাফিজুর রহমানের বদলে একাদশে ফিরেছেন সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন ও আবু জায়েদ।