বিতর্কের মধ্যেই গণমাধ্যমের সামনে এসে সংবাদ সম্মেলন করলেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা তাম্মি। সংবাদ সম্মেলনে তামিমা দাবি করেন, সাবেক স্বামী রাকিব হোসেনকে অনেক আগেই তালাকনামা দিয়ে দিয়েছেন তিনি। ফলে বিয়ে নিয়ে কোনো ছলচাতুরি করা হয়নি। সাবেক স্বামী রাকিব হোসেন জনগণের সমর্থন নেওয়ার জন্য গণমাধ্যমের সামনে কথা বলছেন, জিডি-মামলা করছেন।

বিয়ে নিয়ে বিতর্কের ইস্যুতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে উদ্ভুত পরিস্থিতিতে আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন।

তাম্মি বলেন, '২০১৭ সালে রাকিবকে আইনিভাবে তালাকনামা দেওয়া হয়েছে। আমি বলেছিলাম সবাইকে জানিয়ে আবার বিয়ে করবো। আমাকে বিয়ে করার কথা নাসিরও গত একবছর ধরে সবাইকে বলে এসেছে। বিয়ের ব্যাপারে লুকিয়ে কিছুই করা হয়নি। সবই ইসলামী শরীয়া অনুযায়ী হয়েছে।'
তাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, 'আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। তবে তা সত্ত্বেও আমার নামে ফেক আইডি ব্যবহার করে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। কোনো কোনো গণমাধ্যমে সেগুলো আবার খবর আকারে প্রচার করা হচ্ছে।'

তাম্মি যোগ করেন, 'নাসিরকে বিয়ে করলেও আমার শিশু মেয়েকে অধিকার বঞ্চিত করিনি। সবসময় তার সঙ্গে কথা হচ্ছে। এমনকি তার সঙ্গে ভিডিও কলেও কথা হচ্ছে। তার স্কুলে যাবার ব্যাপারেও খোঁজ-খবর নিয়েছি।'