২০১৭ সালে ‘জাস্টিস লিগ’ দেখে অনেকে নিরাশ হলেও এবার তা হচ্ছে না। জ্যাক স্নাইডার পরিচালিত সদ্য মুক্তিপ্রাপ্ত ‘জাস্টিস লিগ স্নাইডার কাট’র ট্রেলার মুগ্ধ করেছে ডিসি ভক্তদের। সিনেমাটি নিয়ে বিশ্বজুড়ে ডিসি ভক্তদের ব্যাপক আগ্রহ-উত্তেজনা শুরু হয়েছে।
রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, ২০১৭ সালে মুক্তি পাওয়া জাস্টিস লিগ’র নির্মাণ শুরু করেছিলেন জ্যাক স্নাইডার। প্রযোজক ছিলেন তার স্ত্রী দেবোরা। তবে, তাদের মেয়ের মৃত্যুর পরে পোস্ট-প্রোডাকশনের সময় বের হয়ে যান তারা। এরপর ছবিটির হাল ধরেন অ্যাভেঞ্জার্স সিনেমার পরিচালক জশ হিডেন।
তবে, সেই সিনেমাটিতে জশ যেসব পরিবর্তন এনেছিলেন তাতে হতাশ হয়েছিলেন ডিসি ভক্তরা।
গতকাল ১৮ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি। তবে, মুক্তির আগে বুধবারই ছবিটি টরেন্ট ও টেলিগ্রামে ফাঁস হয়েছিল। সিনেমার বেশ কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
‘জাস্টিস লিগ স্নাইডার কাট’ এ প্রথমবারের মতো বেশ কয়েকজন ডিসি কমিকস সুপারহিরোদের পর্দায় একত্রে দেখা যাবে।
Stay Updated With CHANNEL 7 TV. Download Our App Now - Click To Download