জাতীয় ডেস্ক 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদায় আরও ২০ মিনিট পিছিয়ে সাড়ে ৯টায় করা হয়েছে। শনিবার রাতেই মোদিকে বহনকারী বিশেষ বিমানটি ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় নরেন্দ্র মোদিকে বহনকারী বিশেষ বিমানটি পৌঁছায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বৈশ্বিক মহামারীর মাঝে দেশের বাইরে ভারতীয় প্রধানমন্ত্রীর এটিই প্রথম সফর।

এরপর তিনি শুক্রবার বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি ভাষণে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সুদৃঢ় সম্পর্ক কেউ নষ্ট করতে পারবে না। বাংলাদেশ ইতিহাসে স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকবে। বাংলাকে দাবিয়ে রাখতে পারে-এমন কোনো শক্তি নাই।