বঙ্গবন্ধুকে স্মরণ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহস ও নেতৃত্ব এটা নিশ্চিত করেছিলো যে, কোনো শক্তিই বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে না।
তিনি বাংলাদেশের স্বাধীনতা অন্দোলনে অংশ নিয়েছিলেন। একইসঙ্গে এই আন্দোলন তার জীবনের প্রথম সংগ্রাম ছিল বলেও জানান তিনি।
শুক্রবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেন নরেন্দ্র মোদি। এসময় এসব কথা বলেন তিনি।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে তিনি উপস্থিত হতে পেরে ও বাংলাদেশ তাকে আমন্ত্রণ জানানোয় ধন্যবাদ জানিয়ে বলেন: আপনাদের সবার এই স্নেহ আমার জীবনের অন্যতম মূল্যবান মুহূর্ত। আমি আনন্দিত যে, আপনারা আমাকেও বাংলাদেশের উন্নয়ন যাত্রার এই গুরুত্বপূর্ণ পর্বে অন্তর্ভুক্ত করেছেন। আজ ভারত-বাংলাদেশের বন্ধুত্বের পঞ্চাশ বছর পূর্ণ হচ্ছে। আজ বাংলাদেশের জাতীয় দিবস এবং স্বাধীনতার ৫০তম বার্ষিকীও। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ দুই দেশের সম্পর্ক আরও জোরদার করছে।
একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয়দের অংশগ্রহণের ইতিহাস তুলে ধরে নরেন্দ্র মোদি বলেন, আমাদের এমন সম্পর্ক তৈরি করতে হবে, যা কোনোভাবেই ভাঙবে না। কোনো কূটনীতির চালের শিকার হবে না।
এর আগে আজ বিকেলে জাতীয় প্যারেড স্কয়ারে উপস্থিত হলে মোদিকে অভ্যর্থনা জানান অনুষ্ঠানের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
