খেলা ডেস্ক 

পেশাদার ফুটবলে অফিশিয়াল ম্যাচে এ নিয়ে মোট ৭৭০ গোল করলেন রোনালদো। ৩২ মিনিটে করেছে হ্যাটট্রিকসূচক গোলটি।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি রোনালদো। পরে পেলের রেকর্ড ভাঙা নিয়ে একটা পোস্ট দেন ইনস্টাগ্রামে। সেখানে সমর্থকদের তিনি স্বপ্ন দেখিয়েছিলেন নতুন দিনের। তাঁর ক্যারিয়ারের সোনাঝরা দিনের গল্প যে এখনই শেষ হয়নি, তা বুঝিয়ে রোনালদো লিখেছেন, ‘এখন পরের ম্যাচ ও চ্যালেঞ্জের অপেক্ষা! পরবর্তী ট্রফি এবং রেকর্ডও। বিশ্বাস করুন, গল্পের এখনো অনেক বাকি। সামনে এখনো ভবিষ্যৎ এবং জুভেন্টাস ও পর্তুগালকে এখনো অনেক কিছু জেতানোর বাকি।’