স্পোর্টস ডেস্ক 

নিউজিল্যান্ডে ব্যর্থতা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ দলের। ওয়ানডে সিরিজে ব্যর্থতার পর এবার হার দিয়েই টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬৬ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।

নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ছাড়াও ৬-৭ জন প্রথম সারির ক্রিকেটারকে ছাড়া খেললেও জিততে কোনো বেগ পেতে হয়নি নিউ জিল্যান্ডকে।

হ্যামিল্টনে রোববার কিউইদের ২১০ রান তাড়ায় বাংলাদেশ কোনোরকমে করতে পারে ১৪৪ রান।

নিউ জিল্যান্ডের বিপক্ষে এর চেয়ে বড় হার আছে বাংলাদেশের আর একটি, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতায় ৭৫ রানে।