
স্পোর্টস ডেস্ক
ভুল থেকে শিক্ষা নিতে বেশি দেরি করেননি রোনালদোরা। গত রাতে স্পেৎসিয়াকে ৩-০ গোলে হারিয়ে নিভতে থাকা লিগ স্বপ্নটাকে আরেকটু জ্বালিয়ে দিয়েছেন রোনালদোরা।
গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা ও ইতালিয়ান উইঙ্গার ফেদেরিকো কিয়েসা। আর গোল করে অনন্য একটা রেকর্ডে নামও লিখিয়েছেন রোনালদো। এই নিয়ে টানা ১২ মৌসুম অন্তত ২০ গোল করলেন এই পর্তুগিজ কিংবদন্তি, যে রেকর্ড আর কারও নেই! জুভেন্টাসের জার্সিতে ইতালিয়ান লিগে সর্বশেষ ৪৮ ম্যাচে ৪৮ গোল হলো তাঁর। সম্পূরক তথ্য, তাঁর বয়স এই ফেব্রুয়ারিতেই ৩৬ হয়ে গেছে!