১৬ বছর পর এই প্রথম ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতার শেষ আটে নেই মেসি কিংবা রোনালদোর কেউই।
এবারের চ্যাম্পিয়নস লিগ থেকে এক দিনের ব্যবধানে বিদায় নিলেন রোনালদো আর মেসি। পরশু রাতে পোর্তোর বিপক্ষে জিতেও শেষ মুহূর্তে এক গোল হজম করে বাক্স-পেটরা গোছাতে হয়েছে রোনালদোর জুভেন্টাসকে। মেসিকে টিকে থাকতে হলে কাল পিএসজির বিপক্ষে করতে হতো অবিশ্বাস্য কিছু, কিন্তু সেটি হয়নি। যদিও মেসি দুর্দান্ত খেলেছেন। টিকে থাকার সর্বোচ্চ চেষ্টাই করে গেছেন। ভক্ত-সমর্থকদের মন জিতেছেন, কিন্তু বিদায় ঠেকাতে পারেননি।