যুক্তরাষ্ট্রে একই পরিবারের ৬ বাংলাদেশির লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের উপকণ্ঠের একটি বাড়ি থেকে সোমবার (৫ এপ্রিল) তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, ১৯ বছর বয়সী যমজ ভাই ফারহান ও ফারবিন তৌহিদ, বড় ভাই তানভির, বাবা-মা ইরেন ও তৌহিদুল ইসলাম ও তাদের নানি।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে পরিবারের ছয় সদস্যের মধ্যে দুই ভাই অন্য চার সদস্যকে হত্যা করেন এবং তারপর নিজেরা আত্মহত্যা করেন।
