নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এক রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নারীসহ অবরুদ্ধ করে পুলিশে হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। তবে ওই নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেছেন হেফাজতের এ নেতা

জেরাকারীরা তার বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ তুললে মামুনুল হক জানান, আল্লাহর নামে শপথ নিয়ে বলছি, তিনি আমার দ্বিতীয় স্ত্রী। আমরা শরীয়ত সম্মতভাবেই বিয়ে করেছি। আমার কাছে প্রমাণ আছে। সাক্ষী আছে।

শনিবার (৩ মার্চ) সন্ধায় সোনারগাঁ উপজেলার রয়েল রির্সোটে এ ঘটনা ঘটে।