রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে গতকাল সোমবার এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে গুলশান থানা পুলিশ। ওই কলেজছাত্রীর নাম মোসারাত জাহান মুনিয়া। তরুণী মুনিয়া ওই ফ্ল্যাটে একাই থাকতেন। কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।

মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় মুনিয়ার বড় বোন নুসরাত জাহান বাদী আত্মহত্যায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান তানভীর এর বিরুদ্ধে প্ররোচনার মামলা করেছেন।পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ এবং মোসারাতের ব্যবহৃত ডিজিটাল ডিভাইসগুলো জব্দ করেছে। আপাতত এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।