দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এ রোগে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। সঙ্গে বাড়ছে জনগণের অবহেলা ও উদাসীনতা। এ পস্থিতিতে সরকার জনস্বার্থে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের চিন্তা করছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ব্রিফিংকালে এসব কথা জানান।