চলমান লকডাউনের বিধিনিষেধের মেয়াদ আরও সাত দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী তৃতীয় দফার বিধিনিষেধ বহাল থাকবে আগামী ৫ মে পর্যন্ত।

এতে স্থল, নৌ ও বিমানযোগে ভারত থেকে দেশে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এছাড়া শপিংমল ও দোকানপাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে আগের বিধিনিষেধেই থাকবে গণপরিবহন।