উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে পিএসজিকে হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেলো ম্যানচেস্টার সিটি। প্রথম লেগের অ্যাওয়ে ম্যাচে পিএসজির বিপক্ষে ২-১ গোলের জয় পায় ম্যানচেস্টার।নিজেদের মাঠে সপ্ন জয়ে একটু পিছিয়ে গেলো পিএসজি ।

রাতে, প্রতিপক্ষের মাঠে শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়তে হয়েছিলো হয় সিটিজেনদের। ১২ মিনিটে ডি মারিয়ার কর্নার কিক থেকে দুর্দান্ত হেড করে প্রতিপক্ষের জালে বল জড়ান মার্কিনিয়স। ১-০ গোলে পিছিয়ে পরে ম্যানসিটি। প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোন দল।

দ্বিতীয়ার্ধে, ম্যাচের ৬৪ মিনিটে ডি বক্সের বাইরে ব্রুইনার স্কোরে সমতায় ফেরে সিটিজেনরা। ৭১ নিজেদের ভুলে আরও একটি গোল খেয়ে বসে পিএসজি।