চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। এল-ক্লাসিকোর জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। ১৩ বছর পর একই লীগে ২বার এলক্লাসিকো জয় পেলো রিয়াল।

ভিনিসিয়ুস-বেনজেমার দ্রুতগতির আক্রমণের সামনে খেই হারিয়ে ফেলে বার্সা ডিফেন্স। নিজের ৪৫তম এল-ক্লাসিকোয় অনুজ্জ্বল ছিলেন লিওনেল মেসি।২৮ মিনিটে টনি ক্রুসের ফ্রি-কিক বার্সা ডিফেন্ডারের শরীরে লেগে জালে ঢোকে। ৬০ মিনিটে ভলিতে দারুণ এক গোল করে ব্যবধান কমান মিনগুয়েজা। তবে পরাজয় এড়াতে পারেননি।

Stay Updated With CHANNEL 7 TV. Download Our App Now - Click To Download