টিকা কেনাসহ করোনা মোকাবিলা ও অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশকে তিন চুক্তির আওতায় একশো চার কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।
বুধবার (১৪ এপ্রিল) বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে বিশ্বব্যাংকের এ সংক্রান্ত ঋণচুক্তি হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন এবং বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এদিকে করোনা প্রতিরোধের লকডাউনে আবারও চাপে দেশের অর্থনীতি। বিশ্লেষকেরা বলছেন, অফিস, মার্কেট-শপিং মল, গণ পরিবহন ও মানুষের চলাচল বন্ধ থাকায় ব্যাহত হবে অর্থনীতির পুনরুদ্ধার। তাদের আশঙ্কা, প্রথম ঢেউয়ের মতো এবারো বেশি ক্ষতিগ্রস্ত হবে খেটে খাওয়া মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।