তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী শ্রীলঙ্কা। বিরূপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের ১০ মিনিট পর টস হয়।
আগের দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। তবে এই ম্যাচ জিতে হোয়াইটওয়াশের লক্ষ্য টাইগারদের সামনে। অন্যদিকে, শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেতে মরিয়া লঙ্কানরা। হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে তাই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল পেরেরা।
গেল দুই ম্যাচে টাইগার ওপেনার লিটন কুমার দাস নিজের সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় এই ম্যাচে তার জায়গা দখল করেছেন নাঈম শেখ। আর সাইফউদ্দিনের জায়গায় বল হাতে প্রতিপক্ষের ব্যাটারদের আক্রমণ করবেন তাসকিন আহমেদ।