মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও মেলিন্ডা গেটস বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন।

সোমবার (৩ মে) টুইটারে যৌথ ঘোষণায় তারা জানিয়েছেন, ২৭ বছরের বিবাহিত জীবনের ইতি ঘটতে যাচ্ছে।

বিল ও মেলিন্ডা মিলে দাতব্য প্রতিষ্ঠান ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ গড়ে তোলেন। এ ফাউন্ডেশন বিশ্বের বিভিন্ন স্থানে কাজ করছে। বিশ্বজুড়ে সংক্রামক রোগব্যাধির বিরুদ্ধে লড়াই ও শিশুদের টিকাদানে উৎসাহিত করতে কোটি কোটি ডলার ব্যয় করছে এ ফাউন্ডেশন।

টুইটারে যৌথ ঘোষণায় তারা বলেন, ‘গত ২৭ বছরে আমরা অসাধারণ তিনটি সন্তান পেয়েছি এবং এমন একটি ফাউন্ডেশন গড়ে তুলেছি, যেটি সারাবিশ্বে মানুষকে স্বাস্থ্যকর ও সক্ষম করে গড়ে তুলতে সাহায্য করছে। ফাউন্ডেশনটি নিয়ে আমাদের বিশ্বাস ও লক্ষ্য একই থাকবে এবং আমরা একসাথে কাজ করে যাব, কিন্তু আমরা দম্পতি হিসেবে জীবনের পরবর্তী ধাপে চলতে পারবো তা আর বিশ্বাস করি না’।