বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনের আইনি সিদ্ধান্ত আজ আইন মন্ত্রণালয় থেকে জানানো হবে। আজ শনিবারের মধ্যে মতামত জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

এই বিষয়ে গৃহীত সিদ্ধান্তের ফাইলও আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান তিনি। এদিকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। ভালো আছে অক্সিজেন সেচুরেশন।

বিএনপিও তাকিয়ে সরকারের দিকে। আবেদনে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ না করলেও সে দেশকেই অগ্রাধিকার দিচ্ছে তার পরিবার। এছাড়া সিঙ্গাপুর হয়ে সৌদি আরব যাওয়ার কথাও শোনা যাচ্ছে।