ঈদের ছুটি কাটাতে বাড়ির পথে নানা ঝক্কি সামলে ছুটে যাওয়া মানুষেরা এবার ঢাকা ফিরতে শুরু করেছেন। লকডাউনের মাঝে ঈদযাত্রায় আলোচনায় থাকা ফেরিঘাটে আবারও ভিড় জমছে। এবারের ভিড় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঢাকামুখী কর্মজীবী মানুষের।

আজ রোববার (১৬ মে) সকাল ৯টা পর হতে বাংলাবাজার থেকে শিমুলিয়া,রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আসা প্রতিটি ফেরিতে যাত্রীদের চাপ দেখা যায়। এসব ফেরিতে একই সাথে জরুরি, যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন পার হচ্ছে।

ঢাকায় কাজ করা একটি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মী মোজাম্মেল হোসেন বলেন, 'পরিবারের সাথে ঈদ কাটিয়ে এবার কাজের জন্য ঢাকার দিকে যাচ্ছি। ঈদ শেষে অফিস খুলছে। আমার মত অনেকেই ফিরছেন।'