৯০ বছর পূর্ণ হলো নিউইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিং এর।ঐতিহ্যগত কারণে এখনও যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা আকর্ষণ বিশ্বের প্রথম এই শততলা ভবনটি।

১৯৩১ সালে নির্মিত হয় ১ হাজার ৪৫৪ ফুট উঁচু এই ভবনটি। ১০২ তলার নির্মাণকাজে মোট সময় লাগে মাত্র ১ বছর ৪৫ দিন। প্রায় ৪০ বছর বিশ্বের সর্বোচ্চ ভবনের মর্যাদা নিয়ে দাঁড়িয়ে ছিলো এম্পায়ার স্টেট বিল্ডিং।