সারাদেশে করোনাভাইরাসের উর্ধ্বমুখী সংক্রমণরোধে টানা ২২ দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার, ৬ মে থেকে চালু হয়েছে গণপরিবহন চলাচল। সরকারের দেয়া নির্দেশনা মেনে, আজ সকাল ৬ টা থেকে ৫০ শতাংশ যাত্রী ও ৬০ শতাংশ বর্ধিত ভাড়া নিয়ে রাজধানী ঢাকাসহ সব জেলায় বাস চলাচল শুরু হয়েছে। তবে বন্ধ আছে দূরপাল্লার পরিবহন।
বাসের পাশাপাশি বিভিন্ন রাস্তার মোড়ে যাত্রীদের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ভাড়ায়চালিত মোটরসাইকেলও। যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়েছিলেন সিএনজিচালিত অটোরিকশার চালকও।
গণপরিবহন চালু হওয়ায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন। স্বস্তি প্রকাশ করেছেন গণপরিবহনের মালিক, চালক ও শ্রমিকেরা।