ইতালিয়ান কাপের ফাইনালে আটালান্টাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।
ম্যাপেই স্টেডিয়ামে সুখের বাতাস বইছিল। করোনা মহামারিতে বিষণ্ণ জীবনে আবারও যে ফিরেছে ভালোবাসার খেলাটা। এত দিন ছিল না তাও না। কিন্তু টিভির পর্দায় দেখা আর চোখের সামনে দেখায় যে আকাশ-পাতাল ফারাক। ঘরোয়া কাপের ফাইনালে এদিন প্রাণ ফিরে পেল রেজিও এমিলিয়ার ফুটবল পাড়া।
নিজেদের মাঠে প্রথম সুযোগটা তৈরি করেছিল আটালান্টা। কিন্তু কাউন্টার অ্যাটাকে স্বাগতিকদের হতাশায় ডোবায় আন্দ্রে পিরলোর দল। ৩১ মিনিটে কুলুসেভস্কির দারুণ ফিনিশিংয়ে লিড নেয় জুভেন্টাস।
৪১ মিনিটে গোল শোধ করে আটালান্টা দ্বিতীয়ার্ধে ৭৩ মিনিটে তার গোলেই উল্লাসে মাতে ওল্ড লেডিদের ডাগআউট। ২-১'এ এগিয়ে যায় জুভেন্টাস।