সিরি আ'র শেষ দিনে ভাগ্য খুলেছে য়্যুভেন্তাসের। বোলোনিয়াকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেয়েছে পিরলোর দল।

বোলোনিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আগ্রাসী হয়ে লড়েছে ওল্ড লেডিরা। ম্যাচের ৬ মিনিটেই চিয়েসার গোলে লিড নেয় পিরলোর দল। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোরাতা। দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্রামে রেখেই এদিন একাদশ সাজিয়েছিলেন পিরলো। তবে পর্তুগিজ তারকার শূন্যতা মোটেও অনুভব করেননি সমর্থকরা। প্রথমার্ধের শেষ মুহূর্তে আদ্রিও বিও গোল করে ৩-০ তে এগিয়ে দেন য়্যুভেন্তাসকে। ২ মিনিট পর আবারো ঝলক দেখান মোরাতা।