বেশ কয়েক বছর ধরে উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে অন্যান্য ফসলের চেয়ে ভুট্টা চাষে ঝুঁকে পড়েছে কৃষকরা। অধিক ফলন, বেশি লাভ। ফলে চলতি রবি মৌসুমে জেলায় ভুট্টার রেকর্ড পরিমান চাষ হয়েছে। অধিক ফলনের কারন হিসেবে ভুট্টা চাষীরা জানান বন্ধন সীডস্ এর প্রেসিডেন্ট হাইব্রিড ভুট্টা বীজ রোপনে ভুট্টার বাম্পার ফলন হয়েছে।

জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ভুট্টা চাষীদের সাথে কথা হলে তাদের মধ্যে একজন ভুট্টা চাষী মোকছেদ আলী বলেন, প্রতিবছর তামাক ও ধানের দরপতনের কারনে ভুট্টা চাষে ঝুঁকেছে জেলার কৃষকরা। তবে এ বছরে বন্ধন সীডস্ এর হাইব্রিড প্রেসিডেন্ট ভুট্টা বীজ রোপনে ভুট্টার বাম্পার ফলন হয়েছে।

প্রতি শতক জমিতে প্রায় ২ মন করে ভুট্টা হয়েছে।অপর এক ভুট্টা চাষী আলম হোসেনের কাছে ভুট্টার বাম্পার ফলনের কারন জানতে চাইলে তিনি অধিক আগ্রহ নিয়ে হাসি মুখে বলেন, আমার এক একর জমিতে হাইব্রিড প্রেসিডেন্ট ভুট্টা লাগিয়েছি। এক একরে প্রায় ১৮০ মন ভুট্টা হয়েছে। প্রেসিডেন্ট ভুট্টা চাষে খরচও কম লাগে।

এ বিষয়ে বন্ধন সীডস্ এর মাকেটিং অফিসার সাদেকুজ্জামান সোহেল বলেন, কৃষকদের কম খরচে বেশি লাভবান এমন একটি হাইব্রিড প্রেসিডেন্ট ভুট্টার জাত আমরা কৃষদের দিয়েছি এবং অন্যান্য ভুট্টার তুলনায় হাইব্রিড প্রেসিডেন্ট ভুট্টা বেশি ফলন দেয়। এছাড়া আমরা শুধু ভুট্টার ভালো জাত দিয়েই সরে আসি না। ভুট্টা ক্ষেত থেকে উঠা অবদি খোঁজ খবর রাখি। এ বিষয়ে পাটগ্রাম উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামসুর জোহা খন্দকার বলেন, কয়েক বছরের তুলনায় এবারে ব্যাপক ভুট্টা চাষ হয়েছে। এ বছর হাইব্রিড প্রেসিডেন্ট ভুট্টার ভালো ফলন হয়েছে। আমরা ভুট্টা চাষে কৃষকদের সব ধরনের পরামর্শ দিয়ে আসছি।