মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাংলাবাজার-শিমুলিয়া ফেরিঘাট এলাকায় নৌ দুর্ঘটনা ঘটেছে। বালুবোঝাই বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষে ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন।

সোমবার সকাল ৭টার দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা স্পিডবোটটি কাঁঠালবাড়ি পুরোনো ঘাটে দাঁড়িয়ে থাকা বাল্কহেডকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের শিবচর ও জাজিরা ফায়ার স্টেশন থেকে উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধারকাজ এখনো চলছে।