শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে টিভি, রেডিও আর অনলাইন ক্লাসের মাধ্যমেই শিক্ষা কার্যক্রম চালানোর কথা জানাচ্ছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।পাশাপাশি যেকোনো উপায়ে নেয়া হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা; কোনোভাবেই অটোপাস নয়।

মে মাসের শেষ সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার কথা রয়েছে। করোনা পরিস্থিতিতে সেটা যদি না হয় তবে গত বছরের মতো দূরশিক্ষণ ও অ্যাসাইনমেন্টের মাধ্যমেই শিক্ষা কার্যক্রম চালাতে চায় সরকার।

মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক বলেন, শতভাগ শিক্ষার্থী যেন আমাদের ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারে সেটা টিভি ক্লাসই হোক কিংবা অনলাইন ক্লাস হোক, যেকোনো ক্লাসই হোক। ইতোমধ্যেই আমরা অ্যাসাইনমেন্টের কাজ শুরু করে দিয়েছি। আপাতত লকডাউনের জন্য এটা বন্ধ আছে। কোনোভাবেই অটোপাশ দেওয়ার চিন্তা করছি না।