বিহারের গঙ্গা নদীতে ভেসে উঠেছে নাম-পরিচয়হীন কমপক্ষে ৪৫ জনের মরদেহ। সংখ্যাটি দেড় শতাধিক বলে স্থানীয়দের দাবি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উত্তর প্রদেশে যেসব পরিবার করোনায় মৃত স্বজনদের সৎকারের ব্যবস্থা করতে পারেনি তারাই লাশ নদীতে ভাসিয়ে দিয়েছেন।

বিহার পুলিশের দাবি, ৫ থেকে ৭ দিন ধরে লাশগুলো পানিতে পচছে। বারানসি না এলাহাবাদ- প্রতিবেশী রাজ্যের কোন শহর থেকে মরদেহগুলো ফেলা হয়েছে সেটি খতিয়ে দেখছে পুলিশ।