||| স্পোর্টস | CHANNEL 7 TV 

প্যারাগুয়ের বিপক্ষে শেষ ছয় বছর জিততে না পারার আক্ষেপ নিয়েই কোপা আমেরিকায় মাঠে নেমেছিল আলবিসেলেস্তারা। এইবার আর ভুল করেনি। ছয় বছর পর প্যারাগুয়ের সাথে ১-০ গোলে জিতলো তারা।টানা দ্বিতীয় জয় তুলে কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করেছে দলটি।

সফলতা আসে দ্রুতই, ম্যাচের ১০ মিনিটের মাথায় ডি মারিয়া আবারও প্যারাগুয়ের রক্ষণভাগ ভেদ করে ‘থ্রু’ বল ঠেলে দেয় অ্যালেহান্দ্রো গোমেজের দিকে। সেই বল পেনাল্টি জোন থেকে চিপ শটে জালে পাঠায় সেভিয়ার খেলোয়াড় গোমেজ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ করলেও অফসাইডের বাঁশি বাজান রেফারি। এতে ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় আলবিসেলেস্তারা। গোলের দিক থেকে পিছিয়ে থাকলেও ৫৫ ভাগ বল দখল রেখে এগিয়ে ছিল ব্যারিজ্জু শিষ্যরা।