| স্পোর্টস | CHANNEL 7 TV

কোপা আমেরিকার মিশনে নেমে নিজেদের প্রথম ম্যাচে ড্র, গত তিন সপ্তাহে টানা তিন ড্রয়ের পর অবশেষে জয়ের মুখ দেখল আর্জেন্টিনা। উরুগুয়েকে হারাতেই হবে, এমন সময়ে টানাটানির এক জয়ে ড্রয়ের চক্র থেকে বেরিয়ে এলো লিওনেল মেসির দল।

উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে উঠে এসেছে প্রতিযোগিতার 'এ' গ্রুপের শীর্ষেও।

একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামা মেসিবাহিনী উরুগুয়ের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে। পরিবর্তিত খেলোয়াড় হিসেবে দলে সুযোগ পেয়ে এই ম্যাচে চমক দেখালেন গুইদো রদ্রিগেজ। তার করা একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।