সাড়া জাগানো ভৌতিক সিনেমাগুলোর মধ্যে অন্যতম ‘কনজ্যুরিং’। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির সিকুয়েল ‘কনজ্যুরিং থ্রি’।ক্তি পাওয়া ছবির মধ্যে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে এই ছবিটি।
‘অ্যা কোয়াইট প্লেস পার্ট টু’ মুক্তির পর প্রথম দিনে ৬ মিলিয়ন ডলার আয় করে রকের্ড গড়েছিল। ‘কনজ্যুরিং থ্রি’ সেই রেকর্ড ভেঙে প্রথম দিনে আয় করেছে ১০ মিলিয়ন ডলার।