আগামী ‌১৩ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল আর্জেন্টিনায়। কিন্তু করোনার কারণে আর্জেন্টিনাকে আয়োজকের দায়িত্ব থেকে আপাতত অব্যাহতি দিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

সামাজিক মাধ্যম টুইটারে কনমেবল জানিয়েছে, মহামারি কোভিডের কারণে এবারের কোপা আমেরিকার আসর আর্জেন্টিনার পরিবর্তে ব্রাজিলে বসবে। এছাড়া, টুর্নামেন্ট শুরু এবং শেষের তারিখে কোনো পরিবর্তন আসবে না। নির্ধারিত সময়ের মাঠে গড়াবে কোপার আসর।