রাজধানীর আজিমপুর স্টাফ কোয়ার্টারের ভাড়া বাসার বাথরুম থেকে ইসরাত জাহান (২১) নামে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রবিবার (৬ জুন) সকাল সোয়া ৭টায় তাকে ওই কোয়ার্টার থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ইসরাত জাহান নেত্রকোনা সদর উপজেলার আটপাড়া গ্রামের আলতু মিয়ার মেয়ে। তার সহপাঠী সাফায়েত জানিয়েছেন, ইসরাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। হল বন্ধ থাকায় আজিমপুর গভ. স্টাফ কোয়ার্টারের একটি বাসায় আরেক শিক্ষার্থীর সঙ্গে সাবলেট থাকতেন।
সাবলেটে থাকা (রুমমেট) আরেক শিক্ষার্থীর বরাত দিয়ে তিনি আরও জানান, ইসরাতের এমনিতেই ঠান্ডাজনিত সমস্যা ছিল। এর মধ্যে আবার গতকাল বৃষ্টিতে ভিজেছিল। গতকাল দিবাগত রাতের কোনও এক সময় সে বাথরুমে যায়। সকালে ঘুম থেকে উঠে ইসরাতকে বিছানায় দেখতে পাননি তার রুমমেট। পরে বাথ রুমে পানি পড়ার শব্দ পান তিনি। ডাকাডাকি করে কোনও সাড়া না পেয়ে ৯৯৯ এ ফোন করেন রুমমেট।