উদ্বোধনী ম্যাচে তুরস্কের বিপক্ষে মাঠে নামছে ইতালি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারার লজ্জা ভুলে, নতুন শুরুর প্রত্যয় ইতালিয়ানদের।বিশেষ করে কোচ রবার্তো মানচিনির অধীনে পাল্টে যাওয়া এক দল তারা। এই কোচের অধীনে এখন পর্যন্ত ৩২ ম্যাচ খেলে মাত্র ২টিতে হার আজ্জুরিদের।

রোমের স্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে রাত ১টায় শুরু হবে ম্যাচ। সব মিলিয়ে ইউরোপের ১১টি প্রধান শহরে অনুষ্ঠিত হবে ইউরোর এবারের আসর।

ইউরোতে এখন পর্যন্ত মাত্র একবারই শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিতে পেরেছে ইতালি।

ইতালি ফুটবল দলের কোচ রবার্তো মানচিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু আবার ভালো হচ্ছে। সবার মুখে হাসি ফোটাতে চাই আমরা। খেলার মধ্য দিয়ে সবাইকে বিনোদন দিতে চাই। সবকিছু দিয়ে চেষ্টা করব। শুরুটা সবসময়ই কঠিন। আমাদের মানসিকভাবে নির্ভার থাকতে হবে।

আর দলের অধিনায়ক জর্জিও কিয়েল্লিনি বলেন, আন্তর্জাতিক আসরে মাঠে নামতে মুখিয়ে আছি। মিলানে সুইডেনের কাছে হারটা আমাদের এখনও কাঁদায়। আমরা সেটা ভুলতে পারব না। তবে এই কয়েকটা বছরে সেই হতাশা একটু একটু করে কাটিয়ে উঠেছি।

অধিনায়ক ঠিকই বলেছেন। আজ্জুরিদের খারাপ সময় অতীতেই মিলিয়ে গেছে। ইউরোর বাছাইপর্বের ১০ ম্যাচেই জয় আর সব মিলিয়ে সবশেষ ২৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড সঙ্গী করে মাঠে নামছে তারা। যার মধ্যে শেষ ৮টি ম্যাচ তারা জিতেছে কোনো গোল হজম না করেই।

এবার ইতালিকে রুখতে রক্ষণাত্মক কৌশল ৪-১-৪-১ ফরমেশনে খেলবে সেনল গুনেজের দল। তুরস্কের কোচ সেনল গুনেজ বলেন, আমি আমার ফুটবলারদের চাপ নিতে মানা করেছি। যদিও প্রতিপক্ষ আমাদের থেকে শক্তিশালী। তবে আমি মনে করি সেটা কাগজে কলমে। মাঠে কী ঘটতে যাচ্ছে সেটা কেউই জানে না।