পরীমনির ফেসবুক পোস্ট নিয়ে তোলপাড় চলছে চারিদিকে। সবার মনেই জিজ্ঞাসা, কী ঘটেছিল তার সাথে যে কারণে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইতে হচ্ছে তাকে। ১০টায় বনানীর বাসায় তিনি ডেকেছিলেন সাংবাদিকদের।

পরীমনি জানান, ঘটনাটি ১০ জুন রাতের। পারিবারিক বন্ধু অমি এবং ব্যক্তিগত রূপসজ্জাশিল্পী জিমির সাথে বাইরে বেরিয়েছিলেন রাত ১২টা পেরিয়ে যাবার পর। তার বন্ধু তাকে আশুলিয়ার একটি ক্লাবে নিয়ে মদ্যপানরত কয়েকজনের সাথে পরিচয় করিয়ে দেন। হঠাৎ করেই ওই লোকদের একজন পরীমনির সাথে দুর্ব্যবহার শুরু করে। তার মুখে পানীয়র গ্লাস চেপে ধরা হয় এবং শ্লীলতাহানির চেষ্টা করে। তারা পরীমনির ব্যক্তিগত রূপসজ্জাশিল্পী জিমিকে মারধরও করে।

অভিযোগের সত্যতা জানার জন্য ওই ব্যবসায়ীর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।

সংবাদ সম্মেলনে কাঁদতে কাঁদতে সাংবাদিকদের উদ্দেশ্যে পরীমনি বলেন, আপনারা আমাকে ৫ মিনিট কাঁদতে দেখছেন। কিন্তু আমি গত চারদিন ধরে কাঁদছি। সিসি ক্যামে সব রেকর্ড আছে। আমার মনে হয়েছে বিষয়টি তাদের পূর্বপরিকল্পিত।