||| অপরাধ | CHANNEL 7 TV
রোববার সকালে মেহজাবিন ইসলাম মুনের নামে মামলা করা হয় এবং তাকে এ মামলায় গ্রেপ্তার দেখায় রাজধানীর কদমতলী থানা পুলিশ। পরে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কদমতলী থানার পরিদর্শক জাকির হোসেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, মেয়েদেরকে নিয়ে অনৈতিক কাজে বাধ্য করার ক্ষোভ থেকেই রাজধানীর কদমতলীততে মা বাবা ও বোনকে হত্যা করে বড় মেয়ে মেহজাবিন। প্রথমে সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে মেহজাবিন। এরপরে ৩ জনকে শ্বাসরোধ করে হত্যা করে।