লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটে মারধর থেকে স্বামীকে বাঁচাতে গিয়ে ভাতিজাদের লাঠির আঘাতে খোতেজা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় সদর উপজেলার হারাটি ইউনিয়নের হিরামানিক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারী ওই গ্রামের সোলায়মান আলীর স্ত্রী। এ ঘটনায় জড়িত সন্দেহে কোহিনুর বেগম নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।স্থানীয়রা জানান, বিকেলে পারিবারিক কলহের জের ধরে চাচা সোলায়মান আলীর সাথে তার ভাতিজা আলম, জাহাঙ্গীর ও মুন্নাদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এ সময় ভাতিজাদের লাঠির আঘাত থেকে স্বামী সোলায়মান আলী বাচঁতে গেলে ওই লাঠির আঘাতে ঘটনাস্থলেই খোতেজা বেগমের মৃত্যু ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কোহিনুর বেগম নামে এক নারীকে গ্রেফতার করেছেন পুলিশ।লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে সোলায়মানের ভাতিজা মুন্নার স্ত্রী কোহিনুর বেগমকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।