ইতালি | CHANNEL 7 TV
ইউরোর শ্বাসরুদ্ধকর ফাইনালে ইংল্যান্ডকে টাইব্রেকে ৩-২ গোলে হারালো আজ্জুরিরা। ৩৪ ম্যাচ অপরাজিত মানিচিনি শিষ্যরা।
২০১৮ বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়া, তারপর রবার্তো মানচিনির তত্ত্বাবধানে খোলনলচে পাল্টে যাওয়া, রক্ষণাত্মক ফুটবলকে ঝেড়ে ফেলে তারুণ্য নির্ভর অ্যাটাকিং ফুটবল রপ্ত করা, ফলাফল হাতেনাতেই পেয়েছে ইতালি। ইউরো তো মাতিয়েছেই, ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে কাপ জয় করে অর্জনের খাতা ষোলো আনাই পূর্ণ করেছে। ইউরো সেরা এখন মানচিনির ইতালি।
লন্ডের ওয়েম্বলি স্টেডিয়াম যথারীতি উৎসবের আমেজে ছিল। দর্শকদের সিংহভাগ যে ‘ফুটবলকে ঘরে ফেরানো’র শ্লোগানে মুখর ছিল সেটি আর না বললেও চলছে। প্রত্যাশার পারদ চড়িয়ে ম্যাচ শুরুর ২ মিনিটে এগিয়ে যায় ইংল্যান্ড। প্রথমার্ধজুড়ে ছিল ব্রিটিশদেরই দাপট। বিরতির পর মাঠে নেমে ইতালি একের পর এক আক্রমণ করতে থাকে। এতে অগোছালো হয়ে পড়ে ইংল্যান্ডের মাঝমাঠ। ফলফলও ঘরে তুলে ইতালি। ম্যাচের ৬৭ মিনিটে এল শ’র গোল শোধ করেন এল বোনুচ্চি। ইনসিনিয়ের কর্নারে ভেরাত্তির হেড সাইডবারে লেগে ফিরে আসে। ফিরতি বলে পোস্টের সামনে থাকা লিওনার্দো বোনুচ্চি লক্ষ্যভেদ করতে ভুল করেননি।
একটানা অপরাজিত থেকে ইউরো জয়ের যিনি নায়ক তার নাম জিয়ানলুইগি ডনারুমা। তিনি ইতালির গোলরক্ষক। টাইব্রেকারে ইতালিকে ইউরোপ সেরার মুকুট এনে দেওয়ায় টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথম কোনো গোলরক্ষকের হাতে উঠলো সেরা খেলোয়াড়ের পুরস্কার। আর টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফর্ম করেছেন ডনারুমা। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে দুটি পেনাল্টি শট রুখে দিয়ে হোম থেকে রোমে নিয়ে গেছেন এবারের ইউরো। পাশাপাশি ৫৩ বছর পর ইউরোপ সেরার মুকুট পুনরুদ্ধার করল ইতালি।