ব্রাজিল বনাম আর্জেন্টিনা | CHANNEL 7 TV
আর মাত্র একটি ম্যাচ! এরপরই কোপা আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট পরবে আর্জেন্টিনা কিংবা ব্রাজিল। দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক শিরোপা মেসির হাতে উঠবে? নাকি সেখানে জল ঢালবে বন্ধু নেইমার!
আর মাত্র একটি ম্যাচ! এরপরই কোপা আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট পরবে আর্জেন্টিনা কিংবা ব্রাজিল। দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক শিরোপা মেসির হাতে উঠবে? নাকি সেখানে জল ঢালবে বন্ধু নেইমার!
মারাকানায় ব্রাজিলকে ফেবারিট মানছেন আর্জেন্টাইন কোচ স্ক্যালোনি। তিনি বলেন, "মারাকানায় ব্রাজিল শক্তিশালী প্রতিপক্ষ। ওদের হারানো কঠিন। তবে, আমাদের পারতেই হবে। আমরা লড়াই করেই জিততে চাই।
অন্যদিকে তিতে বলেন, মেসি এরই মধ্যে প্রমাণ করেছে সে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তাকে আটকানো কঠিন। তবে আমরা জানি কীভাবে ম্যাচ জিততে হয়।
সম্ভাব্য ফরমেশন
ব্রাজিলঃ ৪-২-৩-১
আর্জেন্টিনাঃ ৪-৩-৩