গনপরিবহন
গার্মেন্টসহ কলকারখানা শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে আজ (শনিবার) রাত থেকে শুরু করে আগামীকাল পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চলবে সব ধরনের গণপরিবহন।
গণপরিবহন চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। তবে তথ্য অধিদফতরের তথ্য বিবরনীতে বলা হয়, গণপরিবহন বেলা ১২টা পর্যন্ত চলাচল করবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মৌখিক নির্দেশনার ভিত্তিতে আজ রাত থেকে আগামীকাল রাত পর্যন্ত গণপরিবহন চলবে।