কোপা আমেরিকা, ইউরোর মতো আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো শেষ। ক্লাব ফুটবলেরও চাপ নেই এখন। অলিম্পিক চললেও সেই প্রতিযোগিতায় মূলত তরুণ খেলোয়াড়েরাই খেলছেন। অন্যান্য ফুটবলারদের হাতে এখন শুধুই অবসর। সামাজিক যোগাযোগমাধ্যমে খেলোয়াড়দের অ্যাকাউন্টগুলোয় ঢুঁ মারলেই বোঝা যায়, প্রায় সবাই-ই ছুটি কাটাচ্ছেন। নেইমারই বা বাদ যাবেন কেন!
বরাবরই আমুদে ফুটবলার হিসেবে পরিচিত নেইমার। জীবনকে পুরোদমে উপভোগ করতে পছন্দ করেন তিনি।
তবে এখনও তার মনে দগদগে চিরপ্রতিদ্বন্বী আর্জেন্টিনার কাছে কোপার শিরোপা হারানোর ঘা। সেই জ্বালাই যেন নেইমার ভুলতে চাইছেন আনন্দ-উচ্ছ্বাসে। ছুটিকে রঙিন করে নিতে নেইমার কিনে ফেলেছেন একেবারে নতুন এক হেলিকপ্টার। ১১৭ কোটি টাকায় কেনা মার্সিডিজ ব্রান্ডের কালো এই হেলিকপ্টারের সাথে নিজের বাগানে বসে তোলা ছবি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে।