টেক | CHANNEL 7 TV
ব্যাকআপের জন্য ফোনটিতে ৫ হাজার ৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের (এমএএইচ) শক্তিশালী ব্যাটারি ব্যবহৃত হয়েছে। ফোনটির সঙ্গে দেওয়া হবে ১০ ওয়াটের একটি চার্জার। ফলে দ্রুত সময়ে ফোনটি চার্জ হবে।
নোকিয়া জি ২০ মডেলে থাকছে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম। দুই বছরের অপারেটিং সিস্টেম আপডেট এবং তিন বছরের জন্য মাসিক সিকিউরিটি আপডেটের সুবিধা থাকছে এ ফোনে।