সেনাবাহিনী | CHANNEL 7 TV
বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চতর পদে নির্বাচনী পর্ষদের মাধ্যমেই পদায়ন করার বিধান রয়েছে। আজ এ সভার প্রথমপর্ব অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীতে উচ্চতর পদে কর্মকর্তাদের দায়িত্ব অর্পণ করার ক্ষেত্রে মূল দায়িত্ব পালন করে থাকে সেনাবাহিনী নির্বাচনী পর্ষদ। সেনাপ্রধানের নেতৃত্বে নীতিনির্ধারণী এ বোর্ড চূড়ান্ত করে কারা কারা আসবেন সম্মুখসারির গুরুত্বপূর্ণ নেতৃত্বে।
প্রধানমন্ত্রী বলেন, যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি হলে তারা সেনাবাহিনীকে এগিয়ে নিতে পারবেন। শেখ হাসিনা বলেন, ২০০৮ সালের জাতীয় নির্বাচনে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি ছিলো আওয়ামী লীগের। ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে সরকার।
প্রধানমন্ত্রী আরও বলেন, ডিজিটাল বাংলাদেশের কারণেই মহামারির মাঝেও সেনাবাহিনীর নির্বাচনী পর্ষদ সভায় যোগ দিতে পেরেছি। করোনাকালে সেনা সদস্যদের সুস্থতা কামনা করেন প্রধানমন্ত্রী।