অলিম্পিক ফুটবল
মেক্সিকোকে টাইব্রেকারে হারিয়ে অলিম্পিক ফুটবলের ফাইনালে পা রেখেছে ব্রাজিল। দ্বিতীয় সেমিফাইনালে জাপানকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন।
মঙ্গলবার টোকিও অলিম্পিকে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য থাকার পর পেনাল্টিতে গড়ানো ম্যাচে মেক্সিকোকে ৪-১ ব্যবধানে হারিয়ে সোনার মঞ্চে যায় ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল।
অপরদিকে, ম্যাচের নির্ধারিত সময়ে কোনো দলই গোলমুখ খুলতে চোখ ধাঁধানো আক্রমণ করতে পারেনি। গোছানো রক্ষণ নিয়ে খেলেছে জাপান। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি স্পেনের পেনাল্টির একটি আবেদন বাতিল করে দেয়। ১১৫ মিনিটে বক্সের ভেতর বল পেয়ে বাঁকানো শটে গোল করেন আসেনসিও।