সি আর সেভেন

ম্যানচেস্টারে ফিরছেন ক্রিস্টিয়ানো। প্রত্যাবর্তনের এই গল্প হার মানাবে অনেক মহাকাব্যকে। ২০০৯ সালে ছেড়ে গিয়েছিলেন ওল্ড ট্র্যাফোর্ড। দীর্ঘ এক যুগ এই ক্ষণটির জন্য অপেক্ষা করছিল রেড ডেভিল সমর্থকরা। অবশেষে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। এ যেন তাদের কল্পনাকেও হার মানিয়েছে।


ইংল্যান্ডের এই ক্লাবের হয়েই প্রথম বিশ্বসেরা হওয়ার স্বাদ পেয়েছিলেন তিনি। প্রথম চ্যাম্পিয়নস লিগও জিতেছেন ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির হয়ে। স্বাভাবিকভাবেই রোনালদোর এই ‘ঘরে’ ফেরা উদ্‌যাপন করছেন তাঁর পরিবারের সদস্যরা।

ঘরের ছেলে ঘরে ফিরছে। ৮ বছর পর শিরোপার স্বপ্ন ভক্তদের। অনেকেই বলছেন ৩৬ বছর বয়সী রোনালদোর কাছ থেকে আর সেরাটা পাওয়া যাবে না। তবে দলে তার উপস্থিতি যে ভিন্ন মাত্র যোগ করতে যাচ্ছে, এটাই বড় পাওয়া ভক্তদের।