শিরোনাম

6/recent/ticker-posts

রাজ ছিলেন পরিমনির গডফাদার



মাদকাকান্ড 

বিপুল পরিমাণ মাদকসহ চিত্রনায়িকা পরীমণিকে আটক করে কার্যালয়ে নিয়ে যায় র‍্যাব। তারপরই বুধবার রাত ৮ টার দিকে নজরুল ইসলাম রাজের বনানীর জি ব্লকের বাসায় অভিযান চালানো হয়। দুই ঘণ্টার অভিযান শেষে তাকে নিয়ে যান র‍্যাব সদস্যরা।


পরীমনিকে শোবিজ দুনিয়ায় নিয়ে এসেছিলেন নজরুল রাজ। সিনেমায় অভিনয়ের আগে রাজের কাছেই থাকতেন পরীমনি। গোপালগঞ্জের নজরুল ইসলাম রাজ গেল কয়েক বছর আগে আলোচনায় আসেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নিজ জেলায় বেপরোয়া হয়ে ওঠেন তিনি।

র‌্যাব বলছে, পরীমনির গডফাদার হিসেবে পরিচিত নজরুল রাজ। কখনো ব্যবসায়ী, কখনো রাজনীতিবিদ, আবার কখনো প্রযোজক-পরিচালক। একেক সময় একেক পরিচয় ধারণ করতেন।